শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

কমতে শুরু করেছে সবজি ও মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সুখবর

বাজারে সব ধরনের সবজির দামই কিছুটা কমতে শুরু করেছে। মূলত শীতের সবজি বাজারে আসায় কমছে এ দাম। এতে করে কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে। বিক্রেতারা বলছেন, শীত আরো বাড়লে দাম আরও কমবে।

শুধু সবজির দাম না, কমতে শুরু করেছে মুরগির দামও। তবে সবজি আর মুরগির দাম কমলেও সব ধরনের পেঁয়াজের দাম এখনও নামেনি ১০০ টাকার নিচে। এ নিয়ে বিক্রেতারা বলছেন, নতুন পেঁয়াজ উঠলে দাম কমবে তবে পুরনো পেঁয়াজের দাম কমার কোনও সম্ভাবনা নেই।

শুক্রবার (২৪ নভেম্বর)  রাজধানীর মিরপুর-১ নম্বরের কাঁচা বাজার সরেজমিনে ঘুরে দেখা জানা গেছে বাজারের এ পরিস্থিতি। 

শীত আসতে শুরু করতেই কমতে শুরু করেছে সবজির দাম। শুরুর দিকে দাম চড়া থাকলেও এখন অনেকটাই আসতে শুরু করেছে নাগালের মধ্যে।  কিন্তু এখনও যেসব সবজি নতুন আসছে সেগুলো চড়া দামেই বিক্রি হচ্ছে।

আজকের বাজারে শিম ৬০ টাকা, মৌ শিম ৬০ টাকা, শালগম ৬০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, পেঁয়াজ পাতা ৯০-১২০ টাকা, মূলা ৪০ টাকা, গাজর ১০০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, সাদা গোল বেগুন ৬০ টাকা, কালো গোল বেগুন ৮০ টাকা, শসা ৫০-৮০ টাকা, উচ্ছে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটল ৬০ টাকা,  মিষ্টি কুমড়া ৪০ টাকা , ঢেঁড়স ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখী ৮০ টাকা,  কাঁচা মরিচ ১২০ টাকা, ধনেপাতা ১২০ কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতিটি লাউ ৬০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা ও চাল কুমড়া ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

বাজার করতে আসা টিপু  বলেন, সবজির দাম অনেকটা কমে আসছে। কিছুটা স্বস্তি হয়তো পাওয়া যাবে।

আরেক ক্রেতা আশিক বলেন, সবজির দাম কমতে শুরু করেছে। কিন্তু যখন সব সবজির দাম ৫০ টাকার নিচে নেমে আসবে তখন বলবো দাম কমেছে।

সবজির দাম কমলেও পেঁয়াজের দাম এখনও ১০০ টাকার নিচে নামেনি।  আজকের বাজারে মানভেদে দেশি পেঁয়াজ ১১৫-১২০ টাকা, ক্রস জাতের পেঁয়াজ ১১০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম রয়েছে অপরিবর্তিত। গত সপ্তাহের মতো আজও  লাল ও সাদা আলু ৫০ টাকা দরেই বিক্রি করতে দেখা যায়।

এছাড়া অপরিবর্তিত রয়েছে আদা রসুনের দাম। আজকেও ভারতীয় আদা ২০০-২২০ টাকা, দেশি রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি ১৫৮-১৭২ টাকা, কক মুরগি ২৪৫-২৫০ টাকা, লেয়ার মুরগি ২৪০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন লাল ডিম ১২০ টাকা, সাদা ডিম ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় ব্রয়লার মুরগি ও কক মুরগির দাম কমে এসেছে।

ওআ/

সবজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন